
الضحى – Ad-Dhuhaa
Ayah 1
Arabic: وَٱلضُّحَىٰ
English: By the morning sunlight
Urdu: آفتاب کی روشنی کی قسم
Bangali: কসম পূর্বাহ্নের,
Ayah 2
Arabic: وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ
English: and the night when it falls still!
Urdu: اور رات (کی تاریکی) کی جب چھا جائے
Bangali: কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়।
Ayah 3
Arabic: مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
English: Your Lord ˹O Prophet˺ has not abandoned you, nor has He become hateful ˹of you˺.
Urdu: کہ (اے محمدﷺ) تمہارے پروردگار نے نہ تو تم کو چھوڑا اور نہ( تم سے )ناراض ہوا
Bangali: তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।
Ayah 4
Arabic: وَلَلْـَٔاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ
English: And the next life is certainly far better for you than this one.
Urdu: اور آخرت تمہارے لیے پہلی (حالت یعنی دنیا) سے کہیں بہتر ہے
Bangali: আর অবশ্যই তোমার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম।
Ayah 5
Arabic: وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ
English: And ˹surely˺ your Lord will give so much to you that you will be pleased.
Urdu: اور تمہیں پروردگار عنقریب وہ کچھ عطا فرمائے گا کہ تم خوش ہو جاؤ گے
Bangali: আর অচিরেই তোমার রব তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।
Ayah 6
Arabic: أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَـَٔاوَىٰ
English: Did He not find you as an orphan then sheltered you?
Urdu: بھلا اس نے تمہیں یتیم پا کر جگہ نہیں دی؟ (بےشک دی)
Bangali: তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন।
Ayah 7
Arabic: وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ
English: Did He not find you unguided then guided you?
Urdu: اور رستے سے ناواقف دیکھا تو رستہ دکھایا
Bangali: আর তিনি তোমাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ দিয়েছেন।
Ayah 8
Arabic: وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَىٰ
English: And did He not find you needy then satisfied your needs?
Urdu: اور تنگ دست پایا تو غنی کر دیا
Bangali: তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব। অতঃপর তিনি সমৃদ্ধ করেছেন।
Ayah 9
Arabic: فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ
English: So do not oppress the orphan
Urdu: تو تم بھی یتیم پر ستم نہ کرنا
Bangali: সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।
Ayah 10
Arabic: وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ
English: nor repulse the beggar.
Urdu: اور مانگنے والے کو جھڑکی نہ دینا
Bangali: আর ভিক্ষুককে তুমি ধমক দিওনা।
Ayah 11
Arabic: وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
English: And proclaim the blessings of your Lord.
Urdu: اور اپنے پروردگار کی نعمتوں کا بیان کرتے رہنا
Bangali: আর তোমার রবের অনুগ্রহ তুমি বর্ণনা কর।